একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (১ম মেধাতালিকা ফলাফল)
✅ একাদশ ভর্তির xiclassadmission.gov.bd ওয়েবসাইট ও মোবাইল SMS এর মাধ্যমে একাদশের ভর্তির ১ম মেধাতালিকার রেজাল্ট দেখা যাবে।
✅ ২০২৩ সালের একাদশ শ্রেণিতে ১ম দফায় মেধাতালিকার ভর্তি রেজাল্ট ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ রাত ৮ ঘটিকার সময় প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (১ম মেধাতালিকা ৫ সেপ্টেম্বর ২০২৩)
Contents of this Post
✅ অন-লাইনে ভর্তি দাপ্তারিক ওয়েবসাইট ও মোবাইল SMS এর মাধ্যমে প্রথম দফার মেধাতালিকার ভর্তি রেজাল্ট দেখা যাবে।
✅ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. তারিখ রাত ০৮:০০ টার সময়।
একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (১ম দফার মেধাতালিকার ফলাফল)
✅ একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি রেজাল্ট মোবাইল এসএমএস- (SMS) এর মাধ্যমে শিক্ষার্থী দের জানিয়ে দেওয়া হবে। তাই আবেদনের সময় ব্যবহৃত মোবাইল ফোনটি সচল রাখুন।
✅ মোবাইল এসএমএস- (SMS) এ ১টি গোপনীয় কোড শিক্ষার্থীদের দেওয়া হবে। তা অবশ্যই কলেজের ভর্তি নিশ্চায়ন করতে প্রয়োজন হবে।
✅ এছাড়া রেজাল্ট প্রকাশের পর অন-লাইনে ভর্তি ওয়েবসাইট থেকে প্রথম দফার ভর্তি ফল দেখতে হবে।
👉 অন-লাইনে একাদশের ভর্তির ফলাফল দেখতে ভিজিট করুন - http://xiclassadmission.gov.bd/
বি.দ্র.> একাদশ শ্রেণির ভর্তির ১ম দফা রেজাল্ট প্রকাশ ও কলেজ নিশ্চায়নের দিন-তারিখ খুবই গুরুত্বপূর্ণ । কলেজ নিশ্চায়ন না করলে ভর্তি সিলেকশন বাতিল হয়ে যাবে এবং নতুন করে ফ্রি দিয়ে ২য় দফায় পুনরায় ভর্তি আবেদন করতে হবে।
Thank you For Reading This Post 😊