ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম ও আপনার যা জানা প্রয়োজন
Information source:
www.epassport.gov.bd
বাংলাদেশের প্রায় সব জেলাতেই এখন ই-পাসপোর্ট পাওয়া যাচ্ছে। আপনি যদি ই-পাসপোর্টের আবেদন করতে চান, আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তা না হলে, পরবর্তীতে ছোট খাট ভুলের জন্য আপনার বড় সমস্যা সম্মক্ষিন হতে পারে।
নিচের তথ্যগুলো, ই-পাসপোর্ট ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে কোন তথ্যের পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ তথ্য জানতে আমার ওয়েরসাইটকে Follow করুন।
Table of Contents
ই-পাসপোর্ট আবেদন করার A to Z সর্ম্পূন নিয়মাবলী
✅ পাসপোর্ট আবেদন লিংক, লিংকে গিয়ে নির্ভুল তথ্য প্রদান করে নিজের নামে একটি একাউন্ট করতে হবে।
(বি.দ্র. ১টি নাম্বার দিয়ে একবার একাউন্ট করা সম্ভব) ✅আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্রের সত্যায়ন এবং ই-পাসপোর্ট আবেদন ফরমে কোন ছবি সংযোজন বা ছবি সত্যায়নের প্রয়োজন হবে না।
✅ অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (Birth Certificate) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে। তবে নামের কোন অংশে (.) ডট থাকলে দেখুন- পাসপোর্ট আবেদন করার সময় (.) ডট কেন ব্যবহার করবেন না?
✅ জাতীয় পরিচয় (NID) অথবা অন-লাইন জন্ম নিবন্ধন (Birth Certificate) সনদের বয়স অনুসারে পাসপোর্ট আবেদন করতে হবে।
- ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন (Birth Certificate) সনদ।
- ১৮-২০ বছর হলে জাতীয় পরিচয়পত্র
(NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (Birth Certificate) সনদ। - ২০ বছরের উর্ধে হলে জাতীয় পরিচয়পত্র
(NID) আবশ্যক ।
তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (Birth Certificate) সনদ গ্রহণযোগ্য হবে।
✅ যাদের বয়স ১৮ বছরের কম এবং জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আবেদনের ক্ষেত্রে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
✅ ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
✅ আপনার বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস বা বিদেশে হলে বাংলাদেশ মিশনে আপনার আবেদন দাখিল করবেন।
✅ বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
✅ সরকারি চাকরিজীবিদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ হবে ৫ বছর এবং সাধারন আবেদন।
- সরকারি পাসপোর্ট বা সরকারি চাকরিজীবিদের পাসপোর্ট আবেদনের জন্য, জিও (GO)/ এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ Website এ নোটিশ আকারে আপলোড থাকতে হবে।
✅ প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
✅আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র (NID), অনলাইন জন্ম নিবন্ধন (BIRTH CERTIFICATE) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
✅ পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদশন করতে হবে।
✅ হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
- পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের ফটোকপি, জিডি কপিসহ আবেদন দাখিল করতে হবে ।
✅ ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের (ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড
) ছবি দাখিল করতে হবে।
ই-পাসপোর্ট করতে এবং জমা দিতে যে সকল কাগজ প্রয়োজন
ই-পাসপোর্ট আবেদনের জন্য খুব বেশি কাগজপত্রের প্রয়োজন হয় না এবং সত্যায়িত করানোর ও প্রয়োজন হয় না। অতএব, ই-পাসপোর্ট করার ক্ষেত্রে যে সকল কাগজ প্রয়োজন--
👉 অন-লাইন চালান কপি, (বি.দ্র. ব্যাংকের টাকা জমা দেওয়ার পর) 👉 নিজের / আবেদন কারীর (NID) জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদ, 👉 পিতা / মাতার / স্ত্রীর সহ তাদের (NID) ফটোকপি, (বি.দ্র. পিতা/মাতার এনআইডি শিশুদের ক্ষেত্রে আবশ্যক) 👉 নাগরিক সনদ/ চেয়ারম্যান সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) 👉পেশাগত সনদের ফটোকপি বা চাকুরীর আইডি কার্ড (পেশাজীবিদের ক্ষেত্রে - ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক এবং আইনজীবি) 👉 ইউটিলিটি বিদ্যুৎ বিলের কপি, (বি.দ্র. যেকোন মাসের হলে হবে)
২০২৩ সালের ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফ্রি সম্পর্কে জেনে নিন
ই-পাসপোর্ট সর্বনিম্ন (৫) বছরের জন্য করা যায়। ডেলিভারির ধরণ অনুযায়ী (৫) বছর মেয়াদি ই-পাসপোর্টের ফ্রি বা খরচ ভিন্ন হয়ে থাকে। এছাড়াও পৃষ্টার এর উপর নির্ভর করে এর ফ্রি কেমন হবে। নিম্নে এই সকল তালিকা টেবিল আকারে তুলে ধরা হলো। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে।
৪৮ পৃষ্টা (৫) বছর মেয়াদি ই-পাসপোর্ট ফ্রি |
---|
ডেলিভারির ধরন |
সময় (দিন) |
পরিমাণ (টাকা) |
---|
রেগুলার ডেলিভারি |
২০ থেকে ২৫ দিন |
৪০২৫/- (BDT) |
এক্সপ্রেস ডেলিভারি |
৭ থেকে ১০ দিন |
৬৩২৫/- (BDT) |
সুপার এক্সপ্রেস ডেলিভারি |
২ দিন |
৮৬২৫/- (BDT) |
👉 নিম্নে (১০) মেয়াদি ই-পাসপোর্ট খরচের তালিকা টেবিল আকারে তুলে ধরা হলো।
৪৮ পৃষ্টা (১০) বছর মেয়াদি ই-পাসপোর্ট ফ্রি |
---|
ডেলিভারির ধরন |
সময় (দিন) |
পরিমাণ (টাকা) |
---|
রেগুলার ডেলিভারি |
২০ থেকে ২৫ দিন |
৫৭৫০/- (BDT) |
এক্সপ্রেস ডেলিভারি |
৭ থেকে ১০ দিন |
৮০৫০/- (BDT) |
সুপার এক্সপ্রেস ডেলিভারি |
২ দিন |
১০৩৫০/- (BDT) |
৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা
আর্টিকেলের দেওয়া মূল্য তালিকা আফ্রিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হয়েছে। ডেলিভারির সময় বায়োমেট্রিক নথিভুক্তি করার পর থেকে গণনা করা হবে। আর্টিকেলে থাকা ই-পাসপোর্ট ফ্রি নিয়ে আপনার কোন অভিযোগ বা প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করুন।